মান্দায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক

নাঈমের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম মাথায় গুরুতর আঘাত পান।

Location :

Naogaon
সংগৃহীত

হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাঈম শেখ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ভালাইন ইউপি’র সীমান্তবর্তী লক্ষীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম শেখ রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা এলাকার সেহেরদী শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, নাঈম মোটরসাইকেলযোগে ভালাইন ইউপি’র গোররা গ্রামে তার নানার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। এ সময় লক্ষীরামপুর এলাকায় পৌঁছালে নাঈমের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাঈম মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।