চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ পর্যটক নিহত

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দু’টি আটক করা হয়েছে বলে তিনি জানান।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলাম নগর দরগাহ পাড়া এলাকার পিকআপের সাথে পর্যটকবাহী মোটরসাইকেলের সংঘর্ষে দুই পর্যটক নিহত হয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ের অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মাজদার কান্দি এলাকার আলিউর রহমান মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (৩১) ও একই এলাকার গোসারকান্দি গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে মোছা মোল্লা (২৮) মোটরসাইকেলযোগে কক্সবাজার ভ্রমণের যাওয়ার পথে চকরিয়ার ইসলামনগর দরগাহ পাড়া এলাকায় পৌঁছলে মোটরসাইকেল ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী দুই পর্যটক মারাত্মকভাবে আহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত মোছা মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।’

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দু’টি আটক করা হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারী পার্ক এলাকায় কাভার্ডভ্যান গাড়ির সাথে মোটরসাইকেল ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থেকে মোটরসাইকেল আরোহী পর্যটক সাব্বির হোসেন সাগর (২২) ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত সাব্বির কুড়িগ্রাম জেলার উলিয়ারপুর উপজেলার তরকপুর ইউনিয়নের আকন্দ এলাকার জোবাইদুর রহমানের ছেলে বলে জানা যায়।