২ শিশুকে ধর্ষণ চেষ্টায় নওগাঁয় একজনের ১০ বছরের কারাদণ্ড

‘আসামি আজিমুদ্দীন ছয় বছর বয়সী দুই শিশুকে টেলিভিশন দেখানোর প্রলোভন দিয়ে তার নিজ বাড়ির শয়নকক্ষে ডেকে নেন। এরপর ওই দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।’

নওগাঁ প্রতিনিধি

Location :

Naogaon
২ শিশুকে ধর্ষণ চেষ্টায় নওগাঁয় একজনের ১০ বছরের কারাদণ্ড
২ শিশুকে ধর্ষণ চেষ্টায় নওগাঁয় একজনের ১০ বছরের কারাদণ্ড |প্রতীকী ছবি

নওগাঁর সাপাহার উপজেলায় টেলিভিশন দেখানোর প্রলোভন দিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আজিমুদ্দীন নামে একজন ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন জজ আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ আগস্ট বিকেল ৫টার দিকে উপজেলার মির্জাপুর এলাকার সাজাপ্রাপ্ত আসামি আজিমুদ্দীন ছয় বছর বয়সী দুই শিশুকে টেলিভিশন দেখানোর প্রলোভন দিয়ে তার নিজ বাড়ির শয়নকক্ষে ডেকে নেন। এরপর ওই দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এক শিশুর বাবা সাপাহার থানায় অভিযোগ করেন। বিষয়টি তদন্ত শেষে আসামি আজিমুদ্দীনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।