লক্ষ্মীপুরে চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মীর মৃত্যু, আহত ৩

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামের মুমিনুল্লাহ মাস্টারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের সদর উপজেলার আদিলপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী কামাল মেম্বার ও রিয়াজের নেতৃত্বে সংঘটিত এক হামলায় জামায়াত কর্মী মাওলানা কাউসার (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামের মুমিনুল্লাহ মাস্টারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত কাউসারের পরিবারের আরো তিনজন সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর গ্রামের মুমিনুল্লাহ মাস্টারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মাওলানা মো: কাউসার একই দিন রাত ৮টার দিকে মারা যান বলে তার পারিবারিক সূত্র দাবি করেছে। ঘটনার জন্য একই এলাকার চিহ্নিত আসামি কামাল মেম্বার ও রিয়াজ গংদের দায়ী করা হচ্ছে। হামলায় মঞ্জু, আরজুসহ মোট তিনজন গুরুতর আহত হন।

তবে, জেলা বিএনপির একটি সূত্র এই প্রতিবেদকের কাছে দাবি করেছে যে, নিহত জামায়াত কর্মীর স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে।

জামায়াতের জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী এই ঘটনার জন্য চিহ্নিত সন্ত্রাসীদের দায়ী করে দ্রুত তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।