নীলফামারীর ডোমারে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবু সাঈদ উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার মো: আনোয়ারের ছেলে এবং ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আবু সাঈদ ভুট্টা ক্ষেতে নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় লাশের পাশে বিদ্যুতের কাটা তার দেখা গেছে।
ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শৈলেন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।



