‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ধরনের বৈষম্য থাকবে না’

ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সকলের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর কাছে সকল ধর্মের মানুষই নিরাপদে বসবাস করতে পারবে।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
বক্তব্য রাখেন জাহিদুর রহমান
বক্তব্য রাখেন জাহিদুর রহমান |নয়া দিগন্ত

মানিকগঞ্জ-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কোনো ভেদাভেদ থাকবে না। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সকলের জন্য একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। জামায়াতে ইসলামীর কাছে সকল ধর্মের মানুষই নিরাপদে বসবাস করতে পারবে।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ হরিরামপুরের চালা ইউনিয়নে গণসংযোগ শেষে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

জাহিদুর রহমান বলেন, ‘এ দেশে শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষা অর্জন করলেও নৈতিকতা অর্জন করা সম্ভব হয়নি। নৈতিকতা শেখানোর কোনো ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। নৈতিকতা না থাকায় এ দেশের তরুণরা মাদকাসক্তের দিকে ধাবিত হচ্ছে। এ তরুণ সমাজকে নৈতিকতা অর্জনের মাধ্যমে সৎ, যোগ্য ও দক্ষ করে গড়ে তুলছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আগামীর বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর দু’জন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কেউ এক টাকারও দুর্নীতি দেখাতে পারেনি। জামায়াতে ইসলামী এমন সোনার মানুষই তৈরি করে যাচ্ছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সাথে নিয়ে জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে চায়।’

এর আগে সকালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করেন এবং তার জন্য দোয়া করেন। পরবর্তী সময়ে লাউতা বাজার ও দিয়াবাড়ি বাজারে গণসংযোগ করেন।