টঙ্গীতে চুরির অভিযোগে আটক রনি মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

টঙ্গী পশ্চিম থানায় চুরির অভিযোগে আটক করা রনি মিয়া (৩০) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর
টঙ্গীতে চুরির অভিযোগে আটক রনি মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু
টঙ্গীতে চুরির অভিযোগে আটক রনি মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় চুরির অভিযোগে থানায় সোপর্দ করা রনি মিয়া (৩০) অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে বেলা ২টার দিকে চোরাই মালসহ তাকে থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে রনির স্ত্রী টঙ্গীর ফকির মার্কেট এলাকার বাসিন্দা সোহেল ও নুর ইসলাম সহ স্থানীয়দের সহযোগিতায় রনি মিয়াকে একটি চোরাই পাম্পসহ আটক করে থানায় নিয়ে আসে। তাদের অভিযোগ, রনি মিয়া একটি সাব-মারসিবল পাম্প ও কিছু পাইপ চুরি করেছে। তবে কোথা থেকে এসব মালামাল এনেছে সে বিষয়ে কোনো তথ্য দিচ্ছি না। নেশার টাকার জন্য ঘরে-বাইরে চুরি করায় তার স্ত্রীও শঙ্কিত।

স্থানীয়দের দাবি, রনি মিয়া দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। মাদকের টাকা সংগ্রহ করতে সে এলাকায় নিয়মিত চুরি ও নানা অপকর্ম চালিয়ে আসছিল। এতে ক্ষুব্ধ ছিল এলাকাবাসী।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ জানান, আটক রাখার পর সন্ধ্যা ৬টার দিকে সে হাজতের বাথরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী জেনারেল হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর তাকে থানায় সোপর্দকারীদের একজন সোহেলকে রাতে আটক করা হয়েছে।