সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ৩

শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে তারা সবাই চাপা পড়েন।

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
শ্রমিকদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
শ্রমিকদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণ করার সময় দেয়াল ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন শ্রমিক।

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত কমল চন্দ্র দাস (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের পঞ্চদাসের ছেলে।

দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপরজনসহ আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে তারা সবাই চাপা পড়েন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে দেয়াল কেটে অপসারণ করে দুইজনের লাশ উদ্ধার করে এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।