সৎ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে মুন্সিগঞ্জবাসীর ভাগ্যে আমূল পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম। সম্প্রতি টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ ও ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক করীম বলেন, ‘একটি এলাকার প্রকৃত উন্নয়নের সারথি হলো সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব। যদি মুন্সিগঞ্জ-২ আসনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তবে দুর্নীতি হ্রাস পাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনগণের প্রাপ্য সেবা সহজলভ্য হবে। শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে আসবে দৃশ্যমান অগ্রগতি।’
তিনি বলেন, ‘যখন নেতৃত্ব সৎ হয়, তখন জনগণের অধিকার সুরক্ষিত হয়, উন্নয়ন ত্বরান্বিত হয় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। তাই সৎ নেতৃত্বই মুন্সিগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের সর্বোত্তম পথ।’
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানান।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন— টঙ্গিবাড়ী উপজেলার আমির মাওলানা হাবিবুর রহমান, মুন্সিগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ, উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মো: লিটন সরকার, পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি মুস্তাকিম ফকির, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি এবং স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা।



