মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএন’র মতবিনিময়

সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচানা হয়।

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

Location :

Mithapukur

রংপুরের মিঠাপুকুর প্রেসক্লাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বুধবার (২৫ জুন) সাংবাদিকদের সাথে উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচানা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি শেখসাদী সরকার, সম্পাদক মেহেদী হাসান রিপৃল, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক তাহাম্মেল হোসেন সবুজ, সহ সভাপতি হাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি শামীম আক্তার মন্ডল, যুগ্ন সম্পাদক রুবেল হোসাইন সংগ্রাম, প্রচার সম্পাদক আশিকুর রহমান, সদস্য হাবিবুর রহমান সোনা, রবি খন্দকার, বিপুল চন্দ্র রায়, আমিরুল কবির সুজন, সাবেক সভাপতি, প্রদীপ কুমার গোস্বামী, হাসেম মন্ডল, সহ-সভাপতি হাফিজুর রহমান মানিক, মোতাহার হোসেন, আব্দুল হালিম প্রমুখ।