রাজশাহীতে হাসিবুর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউপির হোজা অনন্তকান্দি গ্রামের মামলার প্রধান আসামি আবু সালেহ বাবু (৪৫), জামরুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (২৫), আরিফুল ইসলাম (২৪)।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Rajshahi
র‍্যাবের অভিযানে আটক চার আসামি
র‍্যাবের অভিযানে আটক চার আসামি |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে বিএনপিকর্মী হাসিবুর রহমান (২৮) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শনিবার (৩১ মে) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউপির হোজা অনন্তকান্দি গ্রামের মামলার প্রধান আসামি আবু সালেহ বাবু (৪৫), জামরুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (২৫), আরিফুল ইসলাম (২৪)।

এর আগে গত ১৫ মে উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর রহমান নিহত হন। পরে তার বাবা আবুল কাশেম দুর্গাপুর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, হাসিবুরের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তার বাবা আবুল কাশেম। পরে তদন্ত শুরু করে পুলিশ। এ মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আসামিদের দুর্গাপুর থানায় হস্তান্তর করে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, দু’পক্ষের সংঘর্ষে নিহত হাসিবুর হত্যার ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। শনিবার র‍্যাব-৫-এর অভিযানে আরো চারজনকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।