কক্সবাজারের রামুতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আমান উল্লাহ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আমান উল্লাহ ওই এলাকার মরহুম আবু ছৈয়দের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে আমান উল্লাহ খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। সকালে বটতলী নাশিরমুখ স্থানে উচু একটি গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, স্থানীয় এক তরুণীর সাথে আমান উল্লাহর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। তবে এটি প্রেমের সম্পর্কের জেরে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈয়বুর রহমান জানান, আমান উল্লাহর জামার পকেটে কম্পিটারে টাইপ করা একটি চিরকুট পাওয়া যায়। এতে তার মৃত্যুর জন্য জনৈক তরুণীকে দায়ী করা হয়েছে।
ওসি আরো জানান, লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।