প্রকাশ পেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচি। চায়ের দেশেই পর্দা উঠবে এবারের আসরের, সিলেট পর্ব দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
আগেই জানা গিয়েছিল- আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১২তম আসর। তবে ঠিক কোন ভেন্যুতে গড়াবে উদ্বোধনী পর্ব, তা নিয়ে ছিল নানা গুঞ্জন। তবে এর মাঝেই বিসিবি প্রকাশ্যে আনলো সূচি।
সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স উদ্বোধনী ম্যাচ খেলবে। ম্যাচটা শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস সন্ধ্যা ৭টায় মাঠে নামবে।
শুধু শুক্রবার খেলা হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায়। সপ্তাহের বাকি দিনগুলোতে খেলা হবে দুপুর ১টা ও বিকেল ৫টায়। প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ হবে। দুই দিন পরপর একদিন করে খেলা বন্ধ থাকবে।
দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে, ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরীতেও ছয় দিনে ১২টি ম্যাচ মাঠে গড়াবে। এরপর ১৫ জানুয়ারি বিপিএল ঢাকায় ফিরবে। টানা তিন দিন ম্যাচ গড়ানোর পর ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে।
এরপর শুরু হবে প্লে অফের লড়াই। প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি মাঠে গড়াবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে ফাইনাল।



