লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

‎গ্রেফতার জসিম উদ্দিন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মেহেরাজ হাসান পৌরসভা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে |ছবি : নয়া দিগন্ত

‎লক্ষ্মীপুরে জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মেহেরাজ হাসানকে গ্রেফতার করছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সকালে লাহারকান্দি ও শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতার জসিম উদ্দিন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মেহেরাজ হাসান পৌরসভা ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

‎এর মধ্যে জসিম উদ্দিনকে চার শিক্ষার্থী হত্যা মামলায় ও মেহেরাজ হাসানকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।

‎পুলিশ জানায়, ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয় কয়েক শ’ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়।

‎লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মোন্নাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুর শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলায় এবং সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।