দেশটাকে ব্যবসায়ীদের কাছে বর্গা দেয়া হয়নি : হাসনাত আব্দুল্লাহ

‘যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনৈতিক বন্দুক দেয়, তখন ব্যবসায়ীদের মতো করে রাজনীতির পরিচয় ধারণ করতে হয়। তরুণ প্রজন্ম সত্য বলতে ভয় পাই না।’

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনী বাসস্ট্যান্ডে এনসিপি পদযাত্রার সংক্ষিপ্ত পথসভা
গাংনী বাসস্ট্যান্ডে এনসিপি পদযাত্রার সংক্ষিপ্ত পথসভা |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিঃশক্তির উপর নির্ভর করতে চাই না মন্তব্য করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশটাকে কোনো রাজনীতিবিদ ও ব্যবসায়ীর কাছে বর্গা দেয়নি। আমরা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করব। আপনাদের দেয়া ১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।’

তিনি বলেছেন, ‘যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনৈতিক বন্দুক দেয়, তখন ব্যবসায়ীদের মতো করে রাজনীতির পরিচয় ধারণ করতে হয়। তরুণ প্রজন্ম সত্য বলতে ভয় পাই না।’

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপি পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি সংস্কারে এবং সংসদে বাংলাদেশকে ইতিবাচক পরিবর্তন করবে। কিছু রাজনৈতিক দল উদ্ভব হয়েছে এই নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য। তারা সংস্কারও চায় না, বিচারও চায় না। অথচ তারা এখন নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। তারা যদি নির্বাচন চাইতো, তাহলে সংস্কার ও দ্রুত বিচার করতে চাইতো। বিচার ও সংস্কার অতি দ্রুত শেষ করতে চাইতো।’

তিনি বলেন, ‘আমাদের আগে যারা নেতৃত্ব ছিল তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আমদ-ফুর্তি করেছে। তারা নিজেরা আমাদের বড় বড় জ্ঞান দিতো, নিজেরা রাজনীতি করত, অন্যের ছেলেকে দিয়ে রাজনীতি করাতো, আর নিজের ছেলেকে বিদেশে পড়াতো। দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে নিজে দেশে এসে নেতা হতো। এখন আমাদের সময় এসেছে ভূমি থেকে যারা বেড়ে উঠবে ৫৬ হাজার বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে বিকাশ হয়েছে প্রিয় গাংনীর তরুণ ছাত্রবৃন্দ আমাদেরকে হাইব্রিড নেতাদের থেকে দূরে থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘যেসব নেতারা অন্যের ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করে নিজের ছেলেকে বিদেশে রেখে অন্যের ছেলের ভবিষ্যৎ নষ্ট করে চামচা বানায় এবং নিজের ছেলেকে নেতা বানায়, আমাদের ওই সকল নেতাদের থেকে সচেতন থাকতে হবে। কোনো মার্কার কাছে আমাদের বিবেককে বন্দী হতে দেবো না।’

তিনি আরো বলেন, ‘আগামীতে আমরা নেতৃত্ব নির্বাচন করব যোগ্যতা দেখে। কে কতটুকু জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে কতটা বাংলাদেশকে ধারণ করে এসব বিচারে। এনসিপি বাংলাদেশপন্থী একটি জনগণের দল।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস দিল্লি নয়, লন্ডনও নয়, ক্ষমতার উৎস বসুন্ধরা নয়, ক্ষমতার উৎস এস আলাম বা কোনো ব্যবসায়ী নয়। ক্ষমতার উৎস জনগণ। এবং জনগণ যদি পাশে থাকে তাহলে দিল্লিতে পালাতে হয় না। জনগণ পাশে থাকলে ৫৬ হাজার বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু হয়।