পুলিশের নামে চাঁদা দাবির মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক রিমান্ড শেষে কারাগারে

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম সরাতে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমিত বণিককে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Location :

Rangpur Sadar
পুলিশের নামে চাঁদা দাবির মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক রিমান্ড শেষে কারাগারে
পুলিশের নামে চাঁদা দাবির মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক রিমান্ড শেষে কারাগারে |নয়া দিগন্ত

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম সরাতে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমিত বণিককে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৩টায় রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-১-এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান কড়া পুলিশী নিরাপত্বায় তাকে আদালতে তোলেন। এ সময় তার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মণ্ডল, সাবেক সহ-সভাপতি আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (মুকুল)সহ ৫ জন আইনজীবী। বিচারক তার জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার জামিন সুনানির দিন ধার্য করেন।

এদিকে, আদালত থেকে নিয়ে যাওয়ার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেয় এবং অশেভন আচরণ করে অমিত বণিকের আইনজীবীর মুহুরি জাবেদ। এ নিয়ে সাংবাদিকদের সাথে তীব্র বিতণ্ডা হয় তার। এ ঘটনায় জাবেদের বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা।

গত ১৭ মার্চ একই আদালতের বিচারক তাকে জিজ্ঞাসাবাদ এজন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। জিজ্ঞাসাবাদে তার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হামলার পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়াসহ পুলিশ প্রশাসনের নামে বিভিন্ন ব্যক্তি থেকে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

অমিত বনিক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। ২০১৮ সালে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সফরে গিয়েছিলেন অমিত বনিক। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে আদালতে মামলার তদবির, প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের সাথে দহরম-মহরাম সম্পর্ক গড়ে তুলে তদবির, হুন্ডি ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) অমিত বণিককে গ্রেফতার করে মহানগর ‍পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার ১৭৯ নম্বর আসামি সংরক্ষিত মহিলা এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলনকারী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লিপি খান ভরসাকে মামলা থেকে নাম বাদ দেয়া এবং সুরক্ষার জন্য পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন পলাশ হাসান নামের এক ব্যক্তি। এ সময় বাদি পলাশ হাসানকে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার কর্তৃক মারধোর ও পুলিশের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে যাওয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করে। এরপর পুলিশের সদর দফতর থেকে শনিবার (১৫ মার্চ) এক আদেশে উপ-পুলিশ কমিশনার শিবলীকে রংপুর মহানগর থেকে প্রত্যাহার করে সদর দফতরে নেয়া হয়।

অন্যদিকে, রোববার ( ১৬ মার্চ) ঢাকার গুলশানের একটি ফ্লাট থেকে গ্রেফতার করা হয় লিপি খান ভরসাকে। তাকে রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।