টঙ্গীতে সীমানা প্রাচীর ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাতাইশ (খৈরতুল) জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের সীমানা প্রাচীর ধসে বাবুল (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতাইশ (খৈরতুল) জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুরা গ্রামের বাসিন্দা। তার লাশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন—ফারুক হোসেন (৪০), ইমরান মিয়া (২০), ইসমাইল হোসেন (৪০) ও শুক্কুর আলী (৩৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা প্রাচীরের পাশে ইট ও শুরকি জমা করে কাজ করছিলেন। এ সময় হঠাৎ দেয়াল ধসে পাঁচজন চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজে নিলে দুপুরে বাবুল মারা যান। পরে দু’জনকে পঙ্গু হাসপাতাল ও দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মহিউদ্দিন আহাম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।