ধর্মীয় বক্তা আমীর হামজার বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে মানহানী মামলা

রোববার (২৫ জানুয়ারি) ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট আব্দুল আলিম।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
মো: আমীর হামজা
মো: আমীর হামজা |ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের অভিযোগে ধর্মীয় বক্তা ও রাজনৈতিক নেতা মো: আমীর হামজার বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে মানহানী মামলা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি করেন অ্যাডভোকেট আব্দুল আলিম।

বিচারক মখলেচুর রহমান মামলার সঠিক তথ্য যাচাইয়ের জন্যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার ফাইলিং আইনজীবী আকিদুল হক জানান, মো: আমীর হামজা তার বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বিদ্রুপমূলক, অবমাননাকর, রুচিহীন ও মানহানিকর মন্তব্য করার মাধ্যমে মানহানি সংঘটিত হওয়ায় এবং ধারাবাহিকভাবে বিদ্বেষমূলক বক্তব্য প্রদানের প্রেক্ষিতে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৫০০/৫০১/৫০২ মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।