চাটমোহরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় অটোভ্যানচালক নওশের প্রামাণিক (৬৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন; পুলিশ ট্রাকটি জব্দ করেছে, চালক পলাতক।

মো: নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)

Location :

Pabna
চাটমোহর থানা
চাটমোহর থানা |ফাইল ছবি

পাবনার চাটমোহর ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ নওশের প্রামাণিক (৬৫) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর কান খোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নওশের প্রামাণিক উপজেলা মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার বালুদিয়ার গ্রামের মরহুম নজু প্রামাণিকের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে নওশের অটোভ্যান নিয়ে আটঘরিয়া থেকে চাটমোহরে ফিরছিলেন। পথিমধ্যে কানখোলা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে নওশের ট্রাকের পেছনের চাকার নিচে পড়েন এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, কেউ কোনো অভিযোগ এখনো দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।