সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে চারটি বাস কাউন্টারকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল ১০টায় শহরের বাজার স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত বাস কাউন্টারগুলো হলো এসআই (১২ হাজার টাকা), সেবা লাইন (১২ হাজার টাকা), জেনিন (১০ হাজার টাকা) এবং অভি এন্টারপ্রাইজ (৫ হাজার টাকা)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং বিআরটিএ'র পরিদর্শক হাফিজুল ইসলাম। অভিযানে যৌথবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিচারক আফিফান নজমু জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং বিআরটিএ'র ২০১৮ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।