টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

‘টাঙ্গাইলের আটটি আসনে প্রথমত মোট বৈধ প্রার্থী ছিলেন ৩৭ জন। পরে আপিলে মনোনয়ন ফিরে পান আরো ১৮ জন। সর্বশেষ জেলায় মোট বৈধ প্রার্থী ছিলেন ৫৫ জন। তাদের মধ্যে নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন ৪৬ জন প্রার্থী।’

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail

টাঙ্গাইলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নয়জন প্রার্থী তাদের মনোয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। টাঙ্গাইলের নির্বাচন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জেলার মোট আটটি আসনের মধ্যে ছয়টি আসন থেকে বিভিন্ন দলের নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

তারা হলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো: হোসনী মোবারক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও মো: শরীফুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের মো: কবীর হোসেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফত মজলিসের মো: আবু তাহের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আলরাজী এবং টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো: শহীদুল ইসলাম।

উল্লেখ্য, টাঙ্গাইলের আটটি আসনে প্রথমত মোট বৈধ প্রার্থী ছিলেন ৩৭ জন। পরে আপিলে মনোনয়ন ফিরে পান আরো ১৮ জন। সর্বশেষ জেলায় মোট বৈধ প্রার্থী ছিলেন ৫৫ জন। তাদের মধ্যে নয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেলেন ৪৬ জন প্রার্থী।