খাগড়াছড়িতে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং পাহাড়ের নারী নিপীড়নের বিরুদ্ধে মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা। সমাবেশে থেকে আগামীকাল শনিবার আবারো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেয়া হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা মারমা ও উক্যনু মারমা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাহাড়ে নারী ধর্ষণের বিচার না হওয়ার কারণে ধর্ষণকারীরা বার বার পার পেয়ে যান। যার কারণে ধর্ষণের মতো জঘন্য ঘটনা বার বার ঘটে থাকে। সকল ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিঘ্নিত হয় সাধারণ জনগণের চলাচলেও। এ সময় সেনাবাহিনীর একটি টহল গাড়ির উপর বিক্ষোভকারীরা হামলা চালায় ও ভাঙচুর করতে দেখা যায়।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে চেতনানাশক দিয়ে সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণ করে এক দল দুর্বৃত্ত। ঘটনার পরদিনই তিন অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের গ্রেফতারের দাবিতে তখন থেকে আন্দোলন করে আসছে জুম্ম ছাত্র-জনতা নামে একটি ছাত্র সংগঠন।