বগুড়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন

শনিবার রাত ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ ব্যাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত শাখা অফিস ভবনের গেটের ওপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
গাড়িদহে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এই শাখায় আগুন দেয়া হয়
গাড়িদহে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এই শাখায় আগুন দেয়া হয় |নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরের গাড়িদহে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের গেটে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ভবনটির সামনের গেটের সাইনবোর্ডে সামান্য কালো দাগ হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গাড়িদহ বাসষ্ট্যান্ডে এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ ব্যাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত শাখা অফিস ভবনের গেটের ওপরে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। কয়েক সেকেন্ডের মধ্যে পেট্রোল পুড়ে গেলে আগুন নিজে থেকেই নিভে যায়।

গ্রামীণ ব্যাংকের শাখা ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো ব্যাংকের সব কার্যক্রম শেষ করে রাতে শাখা কার্যালয়ের ওপর তলায় অবস্থান করছিলাম। সকাল ৭টার দিকে ব্যাংকের গেট খুলে দেখতে পাই পাশের গাছ পোড়ানো ও গেটের ওপরে সাইনবোর্ডের একপাশে কালি। তখন বুঝতে পারি কেউ আগুন দিয়েছিল। এর কিছুক্ষণ পর সকাল ৮টার দিকে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীণ এসে জানান, রাতে দুর্বৃত্তরা আমাদের অফিস ভবনের গেটের ওপরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছিল।’

তিনি আরো বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের মতামতের ভিত্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে আতঙ্ক ছাড়াতে এই ধরণের নাশকতা করা হচ্ছে। তারা আগুন দিয়ে নিজেরাই ভিডিও করে ফেসবুকে ছাড়ছে। এ ঘটনায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।