সিলেটে ২০ বছর পর কবরস্থানের জমি উদ্ধার

শনিবার বিকেলে দৈনিক নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়
সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় |নয়া দিগন্ত

সিলেটে ২০ বছর পর কবরের জমি অবৈধ দখলমুক্ত করেছে প্রশাসন। শনিবার (৮ নভেম্বর) সকালে সিলেট জেলা ও সদর উপজেলা প্রশাসনের অভিযানে এসব জমি উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে দৈনিক নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।

তিনি জানান, সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে অবস্থিত বাজারতল কবরস্থানটি অবৈধভাবে দখল করে সেখানে দোকান নির্মাণ করা হয়েছিল। প্রায় ২০ বছর ধরে অবৈধ দখলে থাকা কবরস্থানের জমি জেলা প্রশাসক মো: সরোয়ার আলমের নির্দেশে শনিবার অবৈধ দখলমুক্ত করা হয়।

সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও এয়ারপোর্ট থানা সার্বিক সহযোগিতা প্রদান করে।

সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম দ্রুত কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশনা দেন। যাতে ভবিষ্যতে এধরনের দখল পুনরায় সংঘটিত না হয়।

এসময় সাহেবের বাজার ও ফড়িংউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়। সাহেবের বাজার উন্নয়নের জন্য ড্রেন নির্মাণ, প্রবেশ রাস্তা নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, তোহা বাজারের শেড নির্মাণ ইত্যাদি প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়।

Topics