মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও এর সার্ভিস লেনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত প্রায় পৌনে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতিলা গ্রিন মডার্ন সিটি সংলগ্ন এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। একটি অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন এবং গুরুতর আহত হন আরো একজন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই চারজন মোটরসাইকেলে করে শ্রীনগর থেকে নিমতলার দিকে যাচ্ছিলেন। বৃষ্টির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে ছিটকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নেয়ার পর আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহতরা হলেন- সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের আওলাদ হোসেন (২৩), মোহাম্মদ হাবিল (২২) ও কাইয়ূম মিয়া (২২)। আহত মো. ইমন (২০) একই এলাকার বাসিন্দা।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নঈম সিদ্দিকী জানান, নিহতরা সবাই টাইলস মিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এর আগে একইদিন সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড বিভাজকের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরো দু’জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতরা হলেন- আরমান (২৫), রাইসা (২০) ও তানজিল (২৬)। গুরুতর আহত অন্য যাত্রী রবিন হোসেন (২০) বর্তমানে চিকিৎসাধীন।