লালমনিরহাটের পাটগ্রামে এডি এন্টারপ্রাইজের লাইসেন্স দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় করায় রাফা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা সহ দোকানটি বন্ধ করে দেয়া হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে বুধবার (২৩ জুলাই) বিকেলে পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিসের পাশে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান রাফা এন্টারপ্রাইজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই আদেশ দেন।
পাটগ্রামে বিস্ফোরক পরিদফতরের অনুমোদন না নিয়ে যত্রতত্র জ্বালানি তেল বিক্রি, দুর্ঘটনার শঙ্কা, শিরোনামে (২৩ জুলাই) দৈনিক নয়া দিগন্তে একটি সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংবাদের সত্যতা পান।
এ সময় রাফা এন্টারপ্রাইজের বৈধ কাগজপত্র না থাকায় পেট্রোলিয়াম আইন ২০১৬ ও সংশ্লিষ্ট বিধিমালা ২০১৮ লঙ্ঘন করে লাইসেন্স ব্যতিত ব্যবসা করায় জরিমানা সহ দোকানটি বন্ধ করে দেন। লাইসেন্স প্রাপ্তির পূর্ব পর্যন্ত ক্রয় বিক্রয় বন্ধ রাখার নির্দেশনাও দেন তিনি।