বর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক নেতা দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিবচর প্রেস ক্লাব।
রোববার (২৪ আগস্ট) দুপুরে এক শোক বিবৃতিতে ক্লাবের সাংবাদিকরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘অত্যন্ত অমায়িক ও ধার্মিক স্বভাবের আলমগীর মহিউদ্দিন ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি সাংবাদিক। তিনি ফ্যাসিবাদের সাথে কখনো আপস করেননি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার্থে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতির সৃষ্টি হয়েছে।‘
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
বিবৃতিদাতারা হলেন- শিবচর প্রেস ক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম মুন্সী, সহ-সভাপতি আহসান হাবীব (শাহিন), সাখাওয়াত হোসেন মোল্লা, সরোয়ার হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, যুগ্ম সম্পাদক মুফতি রায়হান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মতিউর রহমান (মাসুম), অর্থ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, দফতর সম্পাদক রকিবুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মশিউর রহমানসহ অন্যরা।