পুলিশি হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার, আরএমপি কমিশনারকে আদালতে তলব

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) খুনের অভিযোগে পুলিশি হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৫) বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ নিয়ে একটি বিবিধ মামলা হয়েছে আদালতে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
আরএমপি কমিশনার
আরএমপি কমিশনার |সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) খুনের অভিযোগে পুলিশি হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৫) বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ নিয়ে একটি বিবিধ মামলা হয়েছে আদালতে। এরই পরিপ্রেক্ষিতে সশরীর ব্যাখ্যা দেয়ার জন্য আদালত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করেছেন। মামলার আগামী ধার্য তারিখ ১৯ নভেম্বর। এর আগেই পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী নগরীর রাজপাড়া থানার আমলি আদালতের ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশিদ এই আদেশ দিয়েছেন। আদালতের পেশকার আমজাদ আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালতের আদেশে বলা হয়েছে, গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন সংবাদের মাধ্যমে আদালতের গোচরীভূত হয়েছে, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া ফ্ল্যাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তার নাবালক ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে। একইসাথে তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

আদেশে এরপর বলা হয়েছে, ‘পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায়, অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে, যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০সহ বিভিন্ন মামলায় প্রদত্ত মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।’

‘এ অবস্থায় পুলিশি হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদানের সুযোগ দেয়ায় কেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ধার্য তারিখের মধ্যে সশরীরে এ আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।’

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় খুন হয় বিচারকের আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন। হামলায় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও। আর হামলাকারী নিজেও ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।