গাজীপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২৩ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-১।
শুক্রবার (১৬ জানুয়ারি) র্যাব-১ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
জাহাঙ্গীর শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়ার ছেলে।
এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাতেই র্যাব আসামিকে শ্রীপুর থানায় সোপর্দ করে।
র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গত ৩১ ডিসেম্বর রাতে মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তাদেরকে গাড়িতে উঠানোর সময় অপর সহযোগীরা রামদা, লাঠি, লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে আসামি জাহাঙ্গীর ও রাজীবকে (৩৩) ছিনিয়ে নেন। পরবর্তীতে পুলিশ রাজীবকে গ্রেফতার করতে পারলেও জাহাঙ্গীর আত্মগোপনে ছিল। এ ঘটনায় পুলিশ মামলা করলে বিষয়টি নিয়ে র্যাব তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত হয়ে আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, র্যাব রাতেই জাহাঙ্গীরকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।



