মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে প্রদীপ বৈদ্য (২২) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ওই যুবকের লাশ ভারতে নিয়ে চলে যায় বিএসএফ।
শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ বৈদ্য উপজেলার দত্তগ্রাম এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান, প্রদীপ বৈদ্য লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতেন। তাকে সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ গুলি করে হত্যা করে। পরে তার লাশও নিয়ে যায় তারা। তার লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে। রাতে আমরা চেষ্টা করেও কিছু করতে পারিনি।
তিনি আরো জানান, বর্তমানে প্রদীপের পরিবারের সদস্যরা কুলাউড়া থানায় আছেন। ঘটনা নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পরে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে। তাকে কৈলাশহর হাসপাতালে নেয়া হয়েছে। ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে তার লাশ হস্তান্তর করবে।