তারিকুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুরে চলন্ত বাসের চাপায় পৃষ্ট হয়ে নুরু বেপারি (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরু বেপারি কলমাইদ গ্রামের মরহুম মানিক বেপারির ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরু বেপারি মামুদনগর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এসবি লিংকের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনায় পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।