নাগরপুরে বাসের চাপায় ব্যবসায়ী নিহত

রোববার বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Location :

Tangail
নয়া দিগন্ত

তারিকুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের নাগরপুরে চলন্ত বাসের চাপায় পৃষ্ট হয়ে নুরু বেপারি (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পুষ্টকামরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরু বেপারি কলমাইদ গ্রামের মরহুম মানিক বেপারির ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরু বেপারি মামুদনগর বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পুষ্টকামরী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী এসবি লিংকের একটি বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনায় পুলিশ নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।