নেত্রকোনায় কুড়াল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড

দাম্পত্য কলহের মধ্যে ২০২১ সালের ১৫ মে রুক্কু মিয়া স্ত্রী রুবিনাকে তার বাবার বাড়ি থেকে আনার জন্য শ্বশুর বাড়ি যান। ওই দিন রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী রুবিনা ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুক্কু মিয়ার মৃত্যু হয়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত |প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মরিয়ম মুন মঞ্জুরি এ মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সাথে কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের বিয়ে হয়। ওই দম্পতির সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে দাম্পত্য কলহের কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

দাম্পত্য কলহের মধ্যে ২০২১ সালের ১৫ মে রুক্কু মিয়া স্ত্রী রুবিনাকে তার বাবার বাড়ি থেকে আনার জন্য শ্বশুর বাড়ি যান। ওই দিন রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী রুবিনা ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুক্কু মিয়ার মৃত্যু হয়।

পরদিন নিহতের ছোট ভাই আসাদ মিয়া রুবিনাকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এরপর সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে বিচারক রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড দেন।