হাতিয়ায় জোয়ারে ক্ষতিগ্রস্তদের মাঝে নির্মাণ সামগ্রী বিতরণ

‘জোয়ারে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হবে। বিভিন্ন ইউনিয়নে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের মাঝে বিতরণ করা হবে।’

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নির্মাণ সামগ্রী বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নির্মাণ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় অতিরিক্ত জোয়ারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন উপজেলার চরঈশ্বর ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন, নগদ তিন হাজার টাকা ও ১৫ কেজি চাল বিতরণ করা হয়। সহায়তা পাওয়া পরিবারগুলোর বাড়ি চরঈশ্বর ইউনিয়নের মাইচ্ছা মার্কেটের কাছে বেড়িবাঁধের বাইরে।

প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারী, নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা, হাতিয়া প্রেস ক্লাবের সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সাগরে নিম্নচাপের প্রভাবে নলচিরা, সুখচর, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, নিঝুমদ্বীপ, হরনী ও চানন্দী ইউনিয়নের নিম্নাঞ্চল ও বেড়ি বাঁধের বাইরে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

বন্যা দুর্গতের অবস্থা সরেজমিনে দেখতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার বন্যাদুর্গত এলাকায় পরিদর্শন করেন। ওই সময় তিনি জোয়ারে ভেসে যাওয়া পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে সহায়তা দেয়ার নির্দেশ দেন। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ইউনিয়নের তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, ‘জোয়ারে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে এই ঢেউটিন বিতরণ করা হবে। বিভিন্ন ইউনিয়নে এসব ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের মাঝে বিতরণ করা হবে।’