নরসিংদীতে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারের শ্রমিকদের বিক্ষোভ

এতে পুরো কারখানা জুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নূরে-আলম রনি, পলাশ (নরসিংদী)

Location :

Palash
বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারের শ্রমিকদের বিক্ষোভ
বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারের শ্রমিকদের বিক্ষোভ |ছবি : নয়া দিগন্ত

বেতন-বোনাসের দাবিতে নরসিংদীর পলাশে কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেছে দেশ বন্ধু পলিমার লিমিটেড কারখানার শ্রমিকরা।

সোমবার সকালে উপজেলার বালিয়া গ্রামে অবস্থিত কারখানটির মূল ফটকের সামনে কয়েক শ’ শ্রমিক অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল করেন।

এতে পুরো কারখানা জুড়ে উত্তেজনা বিরাজ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানাটিতে বর্তমানে সাড়ে ৫ শ’ শ্রমিক কর্মরত রয়েছেন। গত কয়েক বছর ধরে মালিক পক্ষ ঠিকমতো শ্রমিকদের বেতন পরিশোধ করছে না। একইসাথে গত ৩ বছরের ইনক্রিমেন্টের টাকাও পাওনা রয়েছে শ্রমিকরা। তাদের পাওনা টাকা চাইতে গিয়ে বিভিন্ন সময় কর্তৃপক্ষ থেকে হুমকি ও ভয়ভীতির মুখে পড়তে হচ্ছে তাদের। এ অবস্থায় কর্মবিরতিসহ বিক্ষোভ মিছিল করেন শত শত শ্রমিক। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান তারা।

এদিকে এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, সকালে দেশবন্ধু পলিমার কারখানাটিতে শ্রমিক আন্দোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে বেতন পরিশোধে শ্রমিকদের আশ্বাস দেয়া হয়েছে।