যশোরের চৌগাছা উপজেলার পৌর শহরের বাকপাড়া এলাকায় মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ওই এলাকার হিন্দুপাড়ার কেষ্ট পালের বাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, কেষ্ট পাল হিন্দুপাড়ার পরলোকগত উপেন পালের ছেলে। সম্প্রতি তিনি পৈত্রিক বসতবাড়িতে পুরাতন ঘর ভেঙে নতুন বাড়ি করার কাজ করছেন। ঘটনার দিন শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। একপর্যায়ে তারা পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল পান।
তবে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে, সেটি মরিচা ধরে প্রায় নষ্ট হয়ে গেছে। পিস্তল উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’



