মহেশখালীতে তুচ্ছ ঘটনার জেরে মামাতো ভাইদের হাতে যুবক নিহত

কক্সবাজারের মহেশখালীতে জেলে শ্রমিকের অগ্রিম চুক্তির টাকা নিয়ে কথা-কাটাকাটি জের ধরে মামাতো ভাইদের হামলায় মোহাম্মদ কাছিম আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

মুহাম্মদ তারেক, মহেশখালী (কক্সবাজার)

Location :

Maheshkhali
নয়া দিগন্ত

কক্সবাজারের মহেশখালীতে জেলে শ্রমিকের অগ্রিম চুক্তির টাকা নিয়ে কথা-কাটাকাটি জের ধরে মামাতো ভাইদের হামলায় মোহাম্মদ কাছিম আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মহেশখালী উপজেলা কুতুবজোম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কামিতার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ফিশিং বোটের শ্রমিকের অগ্রিম চুক্তির টাকা নিয়ে কুতুবজোম ইউনিয়নের কামিতার পাড়া এলাকায় গফুর মিয়ার সাথে তার সৎভাই আবু তৈয়বের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে ভাগ্নে মোহাম্মদ কাছিম আলী তাদের ঝগড়া করাতে নিষেধ করেন। এতে কাছিম আলীর ওপর ক্ষুব্ধ হন তার মামা গফুর মিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে মামাতো ভাই শাকিব খানের নেতৃত্বে তার ফুফাতো ভাই মোহাম্মদ কাছিম আলীর বসতবাড়িতে স্বশস্ত্র হামলা চালানো হয়। এ সময় মামাতো ভাইরা হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে কাছিম আলীকে কুপিয়ে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইসার হামিদ জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।