নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র বৈধ

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।

Location :

Madan Upazilla
লুৎফুজ্জামান বাবর
লুৎফুজ্জামান বাবর |ফাইল ছবি

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।

উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর এ আসনের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন পর তার প্রার্থিতা বৈধ হওয়ার খবরটি এ আসনের সাধারণ ভোটার এবং রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।