আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে অংশগ্রহণে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমির সোহরাব আলী, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমির এইচ এম আক্তার ফারুক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, ওসমানীনগর জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, বিশ্বনাথ পৌরসভা জামায়াতের নায়েবে আমির আব্দুস সোবহান, ওসমানীনগর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুমিনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক আব্দুল হান্নান বলেন, ‘জনগণের সমর্থন ও ভালোবাসায় বিজয়ী হলে সিলেট-২ আসনটিকে সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো। শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ এলাকার মানুষের মৌলিক অধিকার পূরণে সচেষ্ট থেকে শোষণমুক্ত, শান্তি ও উন্নয়নমুখী আদর্শ এলাকা গড়ে তুলবো। এজন্য আগামী নির্বাচনে প্রবাসীসহ এলাকার সকল শ্রেণি-পেশার জনসাধারণ সহযোগিতা ও দোয়া কামনা করছি।



