কেশবপুরে ভিজিডি কার্ড প্রতি ঘুষ নেয়ায় অভিযান, টাকা ফেরত দিয়েছে অভিযুক্তরা

অভিযুক্তরা ঘুষ নেয়ার কথা স্বীকার করে বলেন, ‘খাদ্য গুদাম থেকে চাল আনার পরিবহন খরচ হিসেবে ওই টাকা নেয়া হয়েছে।’

আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর (যশোর)

Location :

Keshabpur
কেশবপুরে ভিজিডি কার্ড প্রতি ঘুষ নেয়ায় অভিযান, টাকা ফেরত দিয়েছে অভিযুক্তরা
কেশবপুরে ভিজিডি কার্ড প্রতি ঘুষ নেয়ায় অভিযান, টাকা ফেরত দিয়েছে অভিযুক্তরা |নয়া দিগন্ত

যশোরের কেশবপুরে ভিজিডি কার্ড প্রতি দুইশ টাকা করে ঘুষ নেয়ার ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজের অভিযানের পরে ভুক্তভোগীদের টাকা ফেরত দিয়েছে অভিযুক্ত হাসানপুর ইউনিয়নের মেম্বর ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেকমত আলী এবং ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল ইসলাম।

সোমবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের মেম্বর ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হেকমত আলী এবং ইউনিয়ন পরিষদের সচিব মিনারুল ইসলামের বিরুদ্ধে ৩০ কেজি চালের জন্য ভিজিডি কার্ডধারী প্রত্যেকের নিকট থেকে ২০০ করে টাকা ঘুষ আদায়ের অভিযোগে ১৯ মে এলাকায় তোলপাড় শুরু হয়।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। তিনি ঘুষ দিতে বাধ্য করা ভিজিডি কার্ডধারীদের বক্তব্য শোনেন। এরপর তাদের সামনে ওই বিএনপি নেতা ও ইউপি সদস্য হেকমত আলীকে হাজির করা হয়।

পরে অভিযুক্তরা ঘুষ নেয়ার কথা স্বীকার করে বলেন, ‘খাদ্য গুদাম থেকে চাল আনার পরিবহন খরচ হিসেবে ওই টাকা নেয়া হয়েছে।’

এক পর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজের চাপের মুখে ঘুষ বাবদ নেয়া টাকা ফেরত দিতে বাধ্য হন ইউনিয়নের ওই মেম্বর ও সচিব।

সূত্র জানায়, ইউনিয়নের ১৬২ জন কার্ডধারীদের নিকট থেকে ২০০ টাকা হারে ৩২ হাজার ৪শ’ টাকা আদায় করা টাকার মধ্যে ১৯ মে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্তিতিতে ১৫ জনকে টাকা ফেরত দেয়া হয়। অন্যদের টাকাও ফেরত দেয়ার অঙ্গিকার করেন ওই মেম্বর।