সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থী আব্দুস সালামের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী আব্দুস সালাম
সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী আব্দুস সালাম |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ছাতক উপজেলা জামায়াতের আমির মাওলানা আকবর আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নুমান আহমদ, নায়েবে আমির কাজী মনসুর আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আবু মুসা রাসেল, ছাতক উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ছাইম উদ্দিন, সাবেক শিবির নেতা ফারুক আহমদ প্রমুখ।