মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলা : সাক্ষ্য গ্রহণ শেষ

বৃহস্পতিবার আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা করার জন্য আদালত দিন ধার্য্য করেন।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
আসামিদের আদালতে হাজির করা হয়
আসামিদের আদালতে হাজির করা হয় |নয়া দিগন্ত

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের শেষ হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মনিরুল ইসলাম মুকুল জানান, নবম দিনের মতো ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের দু’জন চিকিৎসকের সাক্ষ্যের দিন ধার্য্য ছিল, যারা শিশুটির ময়নাতদন্তের রিপোর্ট প্রদান করেছিলেন। আগামীকাল বৃহস্পতিবার আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা করার জন্য আদালত দিন ধার্য্য করেন।

এর আগে, রাষ্ট্রপক্ষ থেকে আদালতে সাক্ষ্য সমাপ্তির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষে চাঞ্চল্যকর এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা হবে।’