কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
আজ মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ দিন আত্মগোপনে থেকে আজ মঙ্গলবার সকালে তিনি ডুবাই যাওয়ার চেষ্টা করছিল। তার বিরুদ্ধে চৌদ্দগ্রামের নোয়াবাজারে চাঞ্চল্যকর আট বাস যাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে হত্যা মামলাসহ চৌদ্দগ্রাম থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।