শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

শ্রীমঙ্গলে প্রাইভেটকার ও নোহা গাড়ির সংঘর্ষে আব্দুল গফুর শেখ নিহত ও দু’জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
দুর্ঘটনাকবলিত গাড়ি
দুর্ঘটনাকবলিত গাড়ি |নয়া দিগন্ত

মৌলভীবাজারে প্রাইভেটকার ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আব্দুল গফুর শেখ (৪১) নামের একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে শ্রীমঙ্গলের মতিগঞ্জ (লইয়ারকুল) এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: নাজিম উদ্দিন।

নিহত গফুর শহরতলির মুসলিমবাগ এলাকার বাসিন্দা এবং স্থানীয় কাপড় ব্যবসায়ী। আহতরা হলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিউ পূর্বাসা এলাকার বাসিন্দা অজয় সিং (৪২) ও শহরের রেলগেইট এলাকার বাসিন্দা মো: তানভীর হোসেন (জনি)।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়, অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজারে রেফার্ড করা হয়েছে।