চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুধবার উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
পাবনার ম্যাপ
পাবনার ম্যাপ |নয়া দিগন্ত

পাবনার চাটমোহর পুকুরের পানিতে ডুবে জুঁই খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

জুঁই গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের জুয়েল হোসেনের মেয়ে।

জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে জুই বাড়িতে খেলা করতে করতে সবার অগোচরে বাড়ির পাশে বড়াল নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পাশের বড়াল নদীতে খুঁজতে থাকলে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

জুঁইয়ের চাচি জানান, ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবারের সহযোগিতায় উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।