আল্লামা সাঈদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তিনি ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভা ও দোয়া মাহফিল। |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর (রহ) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক ও নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আল্লামা দেলোওয়ার হোসেন সাঈদী একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান। তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। ইসলাম প্রচার ও সমাজ সংস্কারে তার অবদান বাঙালি জাতি স্মরণ করবে। আমরা তার অবদান কখনো ভুলবো না। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করে তার হত্যাকারীদের দাঁত ভাঙা জবাব দেবো।’

তিনি আরো বলেন, ‘আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি ছিলেন ইসলামের এক অকুতোভয় সৈনিক। তিনি ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। শুধু জামায়াতে ইসলামী করার কারণে তাকে মিথ্যা অভিযোগে জেলে রেখে খুন করে ফ্যাসিস্ট সরকার।’

শ্রমিকদেরকে তার রেখে যাওয়া কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারশনের নাটোর জেলা সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, নলডাঙ্গা উপজেলা সভাপতি মো: মামুনুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতের আমির আব্দুর রব প্রমুখ।