ভাঙ্গায় রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিয়েছেন গ্রামবাসীও। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তুলার আহ্বান জানান।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
রাস্তা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় কর্দমাক্ত জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিয়েছেন গ্রামবাসীও। এ সময় অংশগ্রহণকারীরা অবিলম্বে কাদাযুক্ত কাঁচা সড়কটি সংস্কার করে পাকাকরণের মাধ্যমে যানবাহন চলাচলের উপযোগী করে তুলার আহ্বান জানান।

রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বড়দিয়া দাখিল মাদরাসার পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাকুর মোড় থেকে কাজী বাড়ির চার রাস্তার মোড় হয়ে বড়দিয়া আলিয়া মাদরাসা এবং সেখান থেকে উত্তরপাড় ইদগাহ মাঠ হয়ে উত্তর পাড়া বাবু মাাস্টারের বাড়ি পর্যন্ত বেহাল দশা রাস্তাটির। যা সমান্য বৃষ্টিতে কাঁদা পানি হয়ে যাতায়াতে অযোগ্য হয়ে পড়েছে।

ফারুক মিয়া বুলু ও আবুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন বড়দিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এ বি এম মহিউদ্দিন, মাদরাসার শিক্ষার্থী নুসরাত জাহান, হোরেরহাট বাজার কমিটির সভাপতি মোস্তফা মাতুব্বর, মেরিনা আক্তার প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড বৃষ্টির ফলে কাঁচা সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে কাদাপানি জমে গেছে। ফলে প্রতিদিন কাঁদা পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে যাতায়াতে কষ্ট পোহাতে হয়।

এলাকাবাসী জানায়, আওয়ামী সরকার থাকার কারণে এ মাদরাসা রাস্তাটি গত ১৬ বছর সংস্কার হয়নি। ফলে প্রতিদিনই রাস্তাটিতে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পাঁচ গ্রামের জনসাধারণ এ রাস্তার উপর নির্ভরশীল। এছাড়া বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা কেন্দ্রে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় প্রতিনিয়ত। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের আবেদন জানাচ্ছি।