কক্সবাজারে ছাত্র-জনতার ওপর হামলায় চার আ’লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার করা ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ও তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুহাম্মদ তারেক, মহেশখালী (কক্সবাজার)

Location :

Maheshkhali
গ্রেফতার হওয়া চার আওয়ামী লীগ নেতা
গ্রেফতার হওয়া চার আওয়ামী লীগ নেতা |নয়া দিগন্ত

কক্সবাজারের মহেশখালীতে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমসহ (৭০) চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মির্জির পাড়ার বাসিন্দা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৫০), কৃষক লীগ নেতা ডাক্তার আহমুদুর রহমান (৫৫), মাতারবাড়ির ছাত্রলীগ নেতা মো: সাদ্দাম হোসেন (২৬)।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক জানান, গ্রেফতার করা ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ও তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।