কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লাদেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়রা বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে।
নিহত মোহাম্মদ লাদেন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ এজাহারের ছেলে বলে জানা গেছে।
নিহত মোহাম্মদ লাদেনের বাবা মোহাম্মদ এজাহার বলেন, আমার ছেলে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল। বুধবার সকালে বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরে একটি লাশ ভাসছে শুনে আমি সেখানে গিয়ে দেখি আমার ছেলের লাশ। তবে সে প্রতিবন্ধী ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, বদরখালীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।



