নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় প্রাইম হাসপাতাল-২ এ ভুল চিকিৎসায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ স্বজনদের দাবির প্রেক্ষিতে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নির্দেশে তাৎক্ষণিক তদন্ত টিম গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের সাত মাসের গর্ভবতী ও দুই সন্তানের মা মমতাজ বেগম মুমু নামে ওই মহিলার মৃত্যু হয়। ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ শুরু করলে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, রাতে প্রবাসীর স্ত্রী মমতাজ পেটে ব্যথাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়। গাইনী বিশেষজ্ঞ মারজাহান আরা বকুল এসে গ্যাস্টিকের ব্যথা নির্ণয় করে একটি ইনজেকশান প্রয়োগ করেন। পরে আস্তে আস্তে অবনতি হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রোগীর স্বজনরা দাবি করেন, তারা সঠিক রোগ নির্নয় করতে পারেনি। তাই গর্ভবতী নারী সঠিক চিকিৎসা পায়নি।
এদিকে হাসপাতালের সিনিয়র সহকারী ম্যানেজার শিপন সেন দাবি করেন, হাসপাতালের অবহেলায় রোগীর মৃত্যু হয়নি।