কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে স্রোতে ডুবে যায় তিন স্কুলছাত্রী। তাদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করা হলেও পিংকি (১৬) নামে এক ছাত্রী নিখোঁজ হয়ে পড়ে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পিংকি হালকাকার ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে এবং চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, জুমার নামাজের আগ মুহূর্তে মাতামুহুরি নদীর সেতুর পাশে প্রতিদিনের মতো গোসলে নামে তারা। এ সময় পানিতে ডুব দিলে স্রোতের টানে ভেসে যায়। পরে দু’জনকে জীবিত উদ্ধার করতে পারলেও পিংকিকে উদ্ধার করা যায়নি।
ঘটনায় উপজেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চকরিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিখোঁজের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে সংবাদ লিখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।